সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিনব কায়দায় বাজারের ব্যাগে ৮০ বোতল ফেন্সিডিলসহ মোঃ সুজন বাবু (২৮) নামে একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকাল পোনে ৪টার দিকে রায়গঞ্জ থানাধীন চাঁন্দাইকোনা ফ্লাইওভার সংলগ্ন বগুড়া টু ঢাকাগামী হাইওয়ে রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ সুজন বাবু দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন খুদিহার(খানপুর) গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
বুধবার (১৯ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র্যাব-১২।
গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।