১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ০৭:৪৪:১২ পূর্বাহ্ন


সিরাজগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের নেতা গ্রেফতার
আবু হেনা:
  • আপডেট করা হয়েছে : ১৮-০৩-২০২৫
সিরাজগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের নেতা গ্রেফতার সিরাজগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের নেতা মোঃ আলী আশরাফ গ্রেফতার।


সিরাজগঞ্জের সায়দাবাদ এলাকার হতে ডাকাতির প্রস্তুতিকালে মোটরসাইকেলসহ সংঘবদ্ধ ডাকাত দলের নেতা মোঃ আলী আশরাফ (৩৭)‘কে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

সোমবার (১৭ মার্চ) বিকাল সাড়ে ৫টায় “সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন পূর্নবাসন সায়দাবাদ এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। এসময় ৭/৮ জন ডাকাত পালিয়ে যায়। গ্রেফতার মোঃ আলী আশরাফ, সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদও থানাধীন পুর্নবাসন সায়দাবাদ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

মঙ্গলবার (১৮ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-১২।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারা যায়, সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন পূর্নবাসন সায়দাবাদ এলাকার মোঃ আলী আশরাফ এর বাড়িতে” অবস্থান করে একদল ডাকাত ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার বিকাল সাড়ে ৫টায় সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার বাড়ি তল্লাশি করে ২টি গ্যাস গানের ব্যবহৃত সেল, সিলিং ফ্যান ৭টি, মোটোরলা নষ্ট ওয়াকিটকি ১টি, ২টি ছোড়া, ২টি হাসুয়া, ২টি র‌্যাদ, ২টি স্কু ডাইভার, ১টি টেষ্টার, ২টি কাটিং প্লায়াস, ১টি খুর, ১টি মোটরসাইকেল চুরির মাস্টার কি, ১ হর্সের মোটর, ১টি ২ হর্স পাওয়ারের সাব মার্সেবল পাম্প, লোহাকাটা গ্রান্ডিং মেশিন ১টি, ৮ পিচ এসডিএম আই ক্যাবল বক্সসহ, ৮ পোর্ট সুইচ ১টি, ক্যাবল ৫০ গজ, ওয়েব ক্যামেরা ১টি, ৪টি স্মার্ট ফোন ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।