১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ০৭:৪৫:৩৯ পূর্বাহ্ন


লাগেজের ভিতর ২৭ কেজি গাঁজা ! গ্রেফতার দুই মাদক কারবারী
স্টাফ রিপোর্টার:
  • আপডেট করা হয়েছে : ১৬-০৩-২০২৫
লাগেজের ভিতর ২৭ কেজি গাঁজা ! গ্রেফতার দুই মাদক কারবারী লাগেজের ভিতর ২৭ কেজি গাঁজা ! গ্রেফতার দুই মাদক কারবারী


সিরাজগঞ্জে অভিনব কায়দায় লাগেজের ভিতর গাঁজা পরিবহনকালে ২৭ কেজি গাঁজা-সহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যা-১২।

শুক্রবার ১৪ মার্চ বিকাল পৌনে ৬টায় সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন কড্ডার মোড়ে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৭ কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সাথে থাকা গাঁজা ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন এবং নগদ ১৭৮০/-টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো : মোঃ বিল্লাল মিয়া (২৯), সে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার উক্তর বহুলাচরা এলাকার মোঃ বাদশা মিয়ার ছেলে ও মোঃ আজহারুল ইসলাম নয়ন (২২), সে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার বরুড়া এলাকার মোঃ আব্দুল আলীমের ছেলে। 

শনিবার র‌্যাব-১২, সিরাজগঞ্জের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায় , গ্রেফতার আসামিরা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।