সিরাজগঞ্জে ড্রেন নির্মাণকাজের সময় দেয়াল ধসে পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (১৫ মার্চ) সকালে সিরাজগঞ্জ শহরের সাহেদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, সকালে সাহেদনগর এলাকায় ড্রেন নির্মাণের জন্য খননকাজ চলছিল। এ সময় পাশের একটি বাড়ির দেয়াল ধসে পড়ে চার শ্রমিক চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে, আহতদের চিকিৎসা চলছে।