১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ০৭:৪৪:১৫ পূর্বাহ্ন


সিরাজগঞ্জে চুরি করা ২টি গরু উদ্ধার-সহ সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী ,রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ১৪-০৩-২০২৫
সিরাজগঞ্জে চুরি করা ২টি গরু উদ্ধার-সহ সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার সিরাজগঞ্জে চুরি করা ২টি গরু উদ্ধার-সহ সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার


সিরাজগঞ্জে চুরি করা ২টি গরু উদ্ধার-সহ সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় ৪ জন সদস্য গ্রেফতার করেছে র‌্যাব-১২।

গত ২৫ ফেব্রুয়ারি বিকাল টায় ৪ টায় ভুক্তভোগী মোঃ জাহাঙ্গীর আলম (৪৫),ঘুম থেকে উঠে দেখতে পান তার থাকার ঘরের বারান্দার গ্রিলের ছিটকানি মাফলার দিয়ে বাঁধা রয়েছে।

বাইরে গিয়ে দেখতে পান গোয়াল ঘরে রাখা তার গরু দুইটি নেই।  পরে স্থানীয় প্রতিবেশীদের সাথে নিয়ে তিনি আশেপাশের সব এলাকায় গরু দুইটি অনেক খোঁজাখুঁজি করলেও সন্ধ্যান পাননি। ধারণা করা হয়, গরু দুইটি অজ্ঞাতনামা চোরেরা চুরি করেছে। এরইপ্রেক্ষিতে ভুক্তভোগী ওই ঘটনার বর্ণনা দিয়ে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানায় একটি চুরি মামলা রজু করেন। ওই ঘটনার পর থেকেই র‌্যাব-১২ সিরাজগঞ্জ আসামিদের আটকে ব্যাপক তৎপরতা শুরু করে।

এরই ধারাবাহিকতায় আধুনিক তথ্য প্রযুক্তির সহযোগিতায় এবং র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ বুধবার ১২ মার্চ ৩টি পৃথক অভিযান পরিচালনা করে মোঃ শাহীন খোন্দকার (৪৪),মোঃ আব্দুল খালেক (৪৫), মোঃ সুজন আলী (৩০), জরিপ মন্ডল (৩৪),  সহ চোর চক্রের ৪জন সক্রিয় সদস্য গ্রেফতার করে। একই সময় চুরি হওয়া দুইটি গরু উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো: মোঃ শাহীন খোন্দকার (৪৪), মোঃ আব্দুল খালেক (৪৫),মোঃ সুজন আলী (৩০), জরিপ মন্ডল (৩৪)।

উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।