২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ১২:৪৩:১১ পূর্বাহ্ন


ইরান বেআইনিভাবে বিক্ষোভ দমন করছে: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০১-১০-২০২২
ইরান বেআইনিভাবে বিক্ষোভ দমন করছে:  অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ফাইল ফটো


ইরানে চলমান হিজাববিরোধী আন্দোলনে সরকারের বিরুদ্ধে বেআইনিভাবে বিক্ষোভ দমনের অভিযোগ এনেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এরই মধ্যে বিক্ষোভে মৃতের সংখ্যা ৮৩ ছাড়িয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক সম্প্রদায় সম্মলিত হয়ে পদক্ষেপ না নিলে নিহতের সংখ্যা আরও বাড়বে বলেও সতর্ক করেছে সংস্থাটি। খবর ডয়চে ভেলে।

হিজাব ইস্যুতে ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়ার দুই সপ্তাহ পরও উত্তপ্ত গোটা দেশ। পুলিশি হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে এখনও ফুঁসছেন ইরানিরা। এরই মধ্যে বিক্ষোভে অংশ নিলে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সরকার। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষের ওপর দমনপীড়নের অভিযোগ উঠেছে। ঘটেছে বহু হতাহতের ঘটনা।

ইরান সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর নির্দয়ভাবে দমনপীড়নের অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ফাঁস হওয়া নথির বরাতে সংস্থাটি জানায়, ইরানের প্রায় সব প্রদেশে বিক্ষোভকারীদের কঠোরভাবে দমনে নিরাপত্তা বাহিনীকে নির্দেশনা দিয়েছে সরকার।

আন্দোলনে নিহতদের বেশির ভাগই সরকারি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন বলেও দাবি অ্যামনেস্টির। এমন পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায় সম্মলিতভাবে পদক্ষেপ না নিলে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা তাদের।

এ বিষয়ে তেহরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও ইরানের সরকার তাদের কঠোর অবস্থানে রয়েছে। এরই মধ্যে বিক্ষোভে অংশগ্রহণকারী কয়েকশ আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিও রয়েছেন।

বিক্ষোভে অংশগ্রহণকারী ৯ বিদেশিকে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে এখনো জার্মানি, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে।