২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:৩৭:৫৩ অপরাহ্ন


ইউক্রেনের ১৫ শতাংশ জুড়তে রুশ গণভোটের বিরোধিতায় আমেরিকা
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ৩০-০৯-২০২২
ইউক্রেনের ১৫ শতাংশ জুড়তে রুশ গণভোটের বিরোধিতায় আমেরিকা ইউক্রেনের ১৫ শতাংশ জুড়তে রুশ গণভোটের বিরোধিতায় আমেরিকা


ইউক্রেনের চারটি অঞ্চলকে আনুষ্ঠানিক ভাবে রাশিয়ায় সংযুক্ত করার উদ্যোগের বিরোধিতা করল আমেরিকা। জো বাইডেন সরকারের বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন বৃহস্পতিবার বলেন, ‘‘জাল গণভোটের অছিলার ইউক্রেনের জমি দখলের এই প্রচেষ্টা বিশ্ব বুঝতে পেয়েছে। রাশিয়ার মুখোশ খুলে গিয়েছে।

ইউক্রেনের ডনেৎস্ক ও লুহানস্কের (একত্রে এই দুই অঞ্চলকে ডনবাস বলা হয়) পাশাপাশি গত সপ্তাহে জ়াপোরিজিয়া ও খেরসনের অধিকৃত অঞ্চলে গণভোট করিয়ে সেগুলিকে রাশিয়ার সঙ্গে সংযুক্তির ঘোষণা করেছে ভ্লাদিমির পুতিনের সরকার। মস্কোর দাবি, ওই চারটি অঞ্চলেরই ৮০ শতাংশের বেশি অধিবাসী রাশিয়ার সঙ্গে সংযুক্তিকরণের পক্ষে মত দিয়েছেন। ২০১৪ সালে দক্ষিণ ইউক্রেনের ক্রাইমিয়াতে একই কায়দায় গণভোট করিয়ে দখল নেয় রাশিয়া।