ইতালিতে সাধারণ নির্বাচনে নয়া নজির তৈরি হতে চলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম সে দেশে কট্টর দক্ষিণপন্থী সরকার তৈরি হতে চলেছে। প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন ‘ব্রাদারস অফ ইতালি’ দলের নেত্রী জর্জিয়া মেলোনি। বেনিতো মুসোলিনির ফ্যাসিবাদী যুগের পর এই প্রথম সে দেশে দক্ষিণপন্থী সরকার তৈরি হতে চলেছে বলে ইঙ্গিত মিলেছে বুথ ফেরত সমীক্ষায়।
অধিকাংশ বুথ ফেরত সমীক্ষার ফলে মেলোনির জয়লাভের সম্ভাবনা জোরালো হয়েছে। নির্বাচনে তিনিই জিতছেন বলে দাবি করেছেন মেলোনি। সোমবার সকালে সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। বলেছেন, ‘‘অনেকের জন্য গর্বের রাত এটা। মুক্তির রাত।’’ মেলোনি এ-ও বলেছেন, ‘‘এই জয় সকলকে উৎসর্গ করতে চাই। ইতালির মানুষ আমাদের বেছেছেন। আমরা তাঁদের ঠকাবো না।’’