২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:৪৭:২৬ অপরাহ্ন


বিক্ষোভ দমনে মহিলা কম্যান্ডোদের কাজে লাগাচ্ছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২৬-০৯-২০২২
বিক্ষোভ দমনে মহিলা কম্যান্ডোদের কাজে লাগাচ্ছে ইরান বিক্ষোভ দমনে মহিলা কম্যান্ডোদের কাজে লাগাচ্ছে ইরান


হিজাবে ঢাকা গোটা শরীর। সাদা গ্লাভস পরা হাতে ধরা অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল। ইরানের রাস্তায় নেমেছেন এমনই হাজার হাজার মহিলা কম্যান্ডো। হিজাব-বিরোধীদের দমন করাই তাঁদের একমাত্র লক্ষ্য।

পুলিশি হেফাজতে থাকাকালীন ২২ বছরের তরুণী মাহশা আমিনির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েছে গোটা ইরান।

মানবাধিকার সংগঠনগুলির দাবি, হিজাববিহীন হওয়ার ‘অপরাধে’ মাহশাকে তুলে নিয়ে যায় ইরানের পুলিশ। দু’দিন ধরে পুলিশি হেফাজতে তাঁর উপর চলে অকথ্য অত্যাচার। তাতেই মৃত্যু হয়েছে মাহশার।