২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৮:৫৯:৫২ পূর্বাহ্ন


একই দিনে বাংলাদেশের তিন ম্যাচ
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৫-০৯-২০২২
একই দিনে বাংলাদেশের তিন ম্যাচ ফাইল ফটো


বাংলাদেশের ক্রিকেটপ্রেমিকদের জন্য রোববার (২৫ সেপ্টেম্বর) রাতটা বিশেষ এক রাত হতে যাচ্ছে। কারণ আজ রাতে ভিন্ন তিন ম্যাচে মাঠে নামছে বাংলাদেশের ভিন্ন তিন দল। তবে একদিকে মিল আছে এই তিন ম্যাচে। তিনটি দলই খেলবে কুড়ি ওভারের টি-টোয়েন্টি ম্যাচ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির ম্যাচে রাত ৮টায় মাঠে নামবে বাংলাদেশ দল, তাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। একই সময় রোড সেফটি সিরিজে ভারতীয় লিজেন্ডস দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ লিজেন্ডস দল। আর দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে রাত ৯টায় বাংলাদেশ নারী ক্রিকেট দল মাঠে নামবে আয়ারল্যান্ডের বিপক্ষে। গুরুত্বের দিকে এটা সবচেয়ে বেশি হওয়ার কারণ, এটি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনাল ম্যাচ। 

বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে ওঠার মাধ্যমে এরই মধ্যে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ নারী দল। আজ জিতলে বাছাইয়ের শিরোপা নিয়েই দেশে ফিরতে পারবে তারা। 

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হবে নারী দলের ম্যাচটি, যা সরাসরি কোনো টিভিতে দেখা যাবে না। তবে আইসিসিডটটিভি-তে দেখা যাবে ম্যাচটি। এদিকে বাংলাদেশ ও আরব আমিরাতের ম্যাচটি দেখা যাবে গাজী টিভিতে।