সৌদি সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১১১টি দেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করায় বাংলাদেশি হাফেজ সালেহ আহমদ তাকরীমকে অভিনন্দন জানিয়েছেন রাজশাহী রিপোর্টারস ইউনিটি।
বাংলাদেশের এক ফুটন্ত গোলাপ হাফেজে কুরআন সালেহ আহমাদ তাকরীম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জন করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে, এদেশের মানুষের হৃদয়ে আশার সঞ্চার করেছে এবং সত্যিকার অর্থে বাংলাদেশ বিশ্বের ২য় বৃহত্তম মুসলিম রাষ্ট্র সে কথার প্রমান দিয়েছে।
তিনি বলেন, নেপালে নারী খেলোয়াড়দের বিজয়ে নারী লিপ্সু নাস্তিক মহল যখন এদেশের উলামায়ে কেরাম ও ইসলাম পন্থিদের এক হাত নেয়ার চেষ্টা করছিলো, ঠিক সে সময় বাংলাদেশী বিজয়ী হাফেজের এই কৃতিত্ব এদেশের আলেম উলামা ও ইসলাম পন্থিদের মুখে উজ্জ্বল হাসি ফুটিয়েছে।