২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৮:১৯:০৭ পূর্বাহ্ন


বাগাতিপাড়ায় এক মাদ্রাসার কেউ অংশ নেয়নি দাখিল পরীক্ষায়
আবদুল্লাহ-আল-অনিক, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৫-০৯-২০২২
বাগাতিপাড়ায় এক মাদ্রাসার কেউ অংশ নেয়নি দাখিল পরীক্ষায় বাগাতিপাড়ায় এক মাদ্রাসার কেউ অংশ নেয়নি দাখিল পরীক্ষায়


নাটোরের বাগাতিপাড়ায় পৌর মহিলা মাদ্রাসার আটজনের একজনও অংশ নেয়নি দাখিল পরীক্ষায়।

বৃহস্পতিবার পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে সকালে প্রথম দিনের কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় এই ঘটনা ঘটে।

পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার কেন্দ্র সচিব শামসুল আরেফীন বলেন,এই কেন্দ্রে প্রথম দিনে উপজেলার সাতটি মাদ্রাসার ৯৪ জন দাখিল পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা। কিন্তু ওই মহিলা মাদ্রাসার আটজন নিয়মিত পরীক্ষার্থী এবং দয়ারামপুর ইউপির শেখপাড়া দাখিল মাদ্রাসার দুই জন অনিয়মিত পরীক্ষার্থীসহ মোট ১০ জন পরীক্ষার্থী অংশ নেয়নি। বাঁকি পাঁচ মাদ্রাসার ৮৪ জন পরীক্ষার্থীই অংশ নিয়েছে।

তিনি আরো বলেন, গতবছরও দাখিল পরীক্ষায় ওই মাদ্রাসার ১৫ জন পরীক্ষার্থীর কেউ পরীক্ষা দিয়েছিলো না।

পৌর মহিলা মাদ্রাসার সুপার আব্দুর রউফ বলেন, মাদ্রাসাটি এমপিও ভুক্ত না হওয়ায় সবকিছু এলোমেলো হয়ে পড়েছে। প্রতিষ্ঠান টিকানোর স্বার্থে এবছর নিজ উদ্যোগে এই আটজন শিক্ষার্থীর ফর্ম ফিলাপ করিয়েছিলেন। কিন্তু এবছরও বিয়ে হয়ে যাওয়ার জন্য তাদের সাথে যোগাযোগ করেলেও প্রথম পরীক্ষায় কেউ অংশগ্রণ করেনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী বলেন, প্রথম পরীক্ষায় ওই মাদ্রাসার সকল পরীক্ষার্থীর অংশ না নেওয়ার ব্যাপারে মাদ্রাসার সুপারের সাথে যোগাযোগ করলে কোন সদুত্তর পাওয়া যায়নি।