২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৫:৩৪:৫১ পূর্বাহ্ন


লালপুরে বৃষ্টির পানি গড়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ আহত ৫
লালপুর(নাটোর) প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ১৩-০৯-২০২২
লালপুরে বৃষ্টির পানি গড়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ আহত ৫ লালপুরে বৃষ্টির পানি গড়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ আহত ৫


নাটোরের লালপুরে দুই বাড়ির বৃষ্টির পানি গড়া নিয়ে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ সহ অন্তত ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নাগশোষা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের রজব সরদার ও সুমন মিয়ার পরিবারের মধ্যে বৃষ্টির পানি গড়াকে কেন্দ্র করে কথাকাটাকাটি ও ঝগড়া হয়। ঝগড়া থেকে উভয়ের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হলে সুমনের ছোড়া গুলিতে রজব আলী গুলিবিদ্ধ হয়। তাকে প্রথমে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

একই সময় রজব সহ তার পরিবারের অন্তত ৫ জন আহত  হয়েছে। তারা হলেন আজমত,জামারুল, তাজু ও তাজুর স্ত্রী রেখা বেগম। তাদের প্রথমিক চিকিৎসা দেওয়া হয়।