একদিকে যুদ্ধে ব্যবহারের জন্য ইউক্রেনকে সামরিক ড্রোন দিয়েছে দেশটি; অন্যদিকে রুবলের বিনিময়ে রাশিয়া থেকে তুর্কস্ট্রিম পাইপলাইনের মাধ্যমে সরাসরি প্রাকৃতিক গ্যাস ও প্রচুর পরিমাণে খাদ্যশস্য আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের সম্পর্ক যখন তলানিতে, তখন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বাইরে গিয়ে মস্কো ও কিয়েভ উভয়ের সঙ্গেই সুসম্পর্ক বজায় রেখেছে তুরস্ক।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) তুরস্কের রাজধানী আঙ্কারায় এক অনুষ্ঠানে অংশ নিয়ে রাশিয়া থেকে গ্যাস ও খাদ্যশস্য আমদানির বিষয়টি নিশ্চিত করেন এরদোগান। তবে একই অনুষ্ঠানে জ্বালানি সংকট নিয়ে মন্তব্য করে নতুন করে আলোচনায় এসেছেন তিনি।
রাশিয়া-ইউক্রেন ইস্যুতে জার্মানিসহ গোটা ইউরোপ যখন জ্বালানি সংকটে অস্থির, তখনই ভয়াবহ এ পরিস্থিতির জন্য খোদ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপরই দোষ চাপিয়েছে তুরস্ক। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কারণেই ইউরোপে জ্বালানি সংকট চরমে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন এরদোগান।