২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১২:৫৩:১৭ পূর্বাহ্ন


ফরিদপুরে ইজিবাইকে ট্রেনের ধাক্কা, মা-ছেলে নিহত
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৫-০৯-২০২২
ফরিদপুরে ইজিবাইকে ট্রেনের ধাক্কা, মা-ছেলে নিহত ফরিদপুরে ইজিবাইকে ট্রেনের ধাক্কা, মা-ছেলে নিহত


ফরিদপুরের নগরকান্দায় ট্রেনের ধাক্কায় ইজিবাইকের যাত্রী মা-ছেলে নিহত হয়েছেন।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মা লিমা বেগম (২৫) এবং ছেলে ইমরান হোসেন (৭)  ইজিবাইকের যাত্রী ছিলেন।

জানা গেছে, লিমার বাবার বাড়ি নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামে এবং স্বামীর বাড়ি ভাঙ্গা উপজেলার সদরদী এলাকায়। লিমা তার ছেলে ইমরানকে সঙ্গে নিয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যাচ্ছিলেন। এ সময় পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে।

সোমবার দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রাম এলাকায় মধুমতি এক্সপ্রেস নামের ট্রেনটি ভাঙ্গা থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিল। শ্রীরামদিয়া গ্রামে রেল ক্রসিং এলাকায় ট্রেনটি পৌঁছালে ট্রেনের সঙ্গে ইজিবাইকের ধাক্কা লাগে। এ সময় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান ইজিবাইকের যাত্রী মা লিমা বেগম এবং ছেলে ইমরান হোসেন। 

নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।