২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০১:৫১:০২ পূর্বাহ্ন


কিশোরগঞ্জে বিএনপি-পুলিশ-আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ২০০
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০৩-০৯-২০২২
কিশোরগঞ্জে বিএনপি-পুলিশ-আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ২০০ কিশোরগঞ্জে বিএনপি-পুলিশ-আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ২০০


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপি-পুলিশ-আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ প্রায় দুই শতাধিক আহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে পৌর সদরের সৈয়দগঁও চৌরাস্তা এলাকা থেকে শুরু হয়। এ সংঘর্ষ টানা তিন ঘণ্টাব্যাপী চলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন জানান, আগে থেকে বিএনপির আজকের সমাবেশ ও বিক্ষোভ মিছিলের অনুমতি ছিলো না। মিছিল নিয়ে পৌর বাজারের দিকে তারা আসতে চাইলে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে আমাদের বেশ কয়েকজন সদস্যও আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। এখনও কিছু পয়েন্টে সংঘর্ষ চলছে।

জানা গেছে, পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে পাকুন্দিয়া উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু করে। বিক্ষোভকে কেন্দ্র করে বিএনপি, পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় তিন পক্ষের প্রায় দুই শতাধিক লোকজন আহত হয়েছেন।

এ বিষয়ে পাকুন্দিয়া পৌর ছাত্রদলের সদস্য সচিব ফেরদৌস আহমেদ মিজান বলেন, সংঘর্ষের ঘটনায় আমিসহ আমাদের দলের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।



রাজশাহীর সময় / এএম