নাটোরের বাগাতিপাড়ায় ওএমএস ও টিসিবির চাল বিক্রির উদ্বোধননাটোরের বাগাতিপাড়ায় সরা দেশের ন্যায় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ও খাদ্য অধিদপ্তরের পরিচালিত ওএমএস ও টিসিবির চাল বিক্রির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার মালঞ্চি বাজারে এক ডিলার পয়েন্টে ইউএনও সুরাইয়া মমতাজ (ভারপ্রাপ্ত) এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল,উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা রেজাউল প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ৫ টি ডিলারের মাধ্যমে ৩০ টাকা কেজি দরে জনপ্রতি সর্বোচ্চ ৫ কেজি করে সরকারি ছুটির দিন ব্যাতিত চাল বিক্রি করা হবে। এ কার্যক্রম সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে ৩ মাস পরিচালিত হবে ।
ইউএনও সুরাইয়া মমতাজ (ভারপ্রাপ্ত) জানান, ওএমএসের চাল খোলাবাজারে বিক্রি করা হচ্ছে, যাতে নিম্ন আয়ের মানুষেরা খাদ্য সংকটে না পড়ে। আর এই চাল বিতরণ কার্যক্রমে যদি কেউ অনিয়ম করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।