২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১২:৪০:৩৬ পূর্বাহ্ন


ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ৩১-০৮-২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু ফাইল ফটো


ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খেওড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে চার বছরের দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাত বোন।

বুধবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- ওই গ্রামের রবিন মিয়ার মেয়ে আলেয়া আক্তার ও তার আপন ভাই রাজীব মিয়ার মেয়ে জান্নাত আক্তার।

স্থানীয়রা জানান, বাড়ির সদস্যরা নতুন ঘর নির্মাণ নিয়ে ব্যস্ত থাকায় তাদের অজান্তে আলেয়া ও জান্নাত গোসল করতে বাড়ির পাশের পুকুরে নামে। এক পর্যায়ে তারা দুজনই একসঙ্গে পানিতে ডুবে মারা যায়। পরে তাদের মরদেহ পুকুরের পানিতে ভেসে ওঠে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, বুধবার সকালে উপজেলার মেহারী ইউনিয়নের খেওড়া গ্রামে পানিতে ডুবে দুই শিশু মারা যায়। খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পর তারা জানতে পারেন, শিশুদের দাফন সম্পন্ন হয়ে গেছে। পরিবারের আপত্তি না থাকায় পুলিশ অনাপত্তিপত্র নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এদিকে একই পরিবারের দুই শিশুর মৃত্যু ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।