২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১২:৫৫:২৬ পূর্বাহ্ন


সাভারে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৯-০৮-২০২২
সাভারে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক সাভারে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক


সাভারে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে খালেদ মিয়া নামে এক স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে পৌর এলাকার কাজী মোকমাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে সকালে সাভারের এনাম মেডিকেল থেকে নিহত স্ত্রী মণি বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত মণি বেগম (৩৪) পৌর এলাকার কাজী মোকমাপাড়া এলাকার খালেদ মিয়ার স্ত্রী এবং চার সন্তানের মা। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার (২৮ আগস্ট) ওই এলাকার নিজ বাড়িতে পারিবারিক কলহের জেরে স্ত্রী মণি বেগমকে পিটিয়ে গুরুতর আহত করেন স্বামী খালিদ মিয়া। পরে স্ত্রীকে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করান তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মণি বেগম। এ ঘটনায় মণির স্বজনরা থানায় অভিযোগ দায়ের করলে তার স্বামিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ বলেন, স্বজনের অভিযোগের ভিত্তিতে খালেদ মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে। বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।