২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৩:৩৩:২৫ পূর্বাহ্ন


বড়াইগ্রামে ইঁদুর মারা বিষ খেয়ে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে
লক্ষীকুল প্রতিনিধি (সোহেল):
  • আপডেট করা হয়েছে : ২৬-০৮-২০২২
বড়াইগ্রামে ইঁদুর মারা বিষ খেয়ে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে বড়াইগ্রামে ইঁদুর মারা বিষ খেয়ে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে


নাটোরের বড়াইগ্রামে পারিবারিক কলহের জেরে ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট খেয়েছেন স্বামী-স্ত্রী। এতে স্ত্রী মারা যান। শুক্রবার (২৬ আগস্ট) সকালে উপজেলার হালদারপাড়ায় এ ঘটনা ঘটে।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, ফল ব্যবসায়ী ওমর ফারুকের (৩০) সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী বিথি খাতুনের (২৫) পারিবারিক বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার সকালে উপজেলার হালদারপাড়া মহল্লার ভাড়া বাসায় ফারুক ও বিথি নিজেদের মধ্যে ঝগড়া করে ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন।

স্বজনরা টের পেয়ে প্রথমে তাদের স্থানীয় হাসপাতাল ও পরে নাটোর সদর হাসপাতালে নিলে সেখানে বিথির মৃত্যু হয়। গুরুতর অবস্থায় ফারুককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।'

ওসি জানান, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি (ইউডি) অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।