পটুয়াখালীর পায়রাবন্দর সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে দুটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে বঙ্গোপসাগরের মৌডুবির বয়া সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় পাশের অন্য একটি ট্রলার এসে ডুবে যাওয়া ট্রলারের ১৪ জেলেকে উদ্ধার করে।
ডুবে যাওয়া ট্রলার দুটির নাম এফবি সোহেল ও এফবি সুজন। ট্রলার মালিক সোহেল ও সুজনের বাড়ি রাঙ্গাবালীর মৌডুবি ইউনিয়নের নীচকাটা গ্রামে।
বিষয়টি নিশ্চিত করেছেন নিজকাটা গ্রামের ইউপি সদস্য তুহিন মাঝি। তিনি জানান, আকস্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলার দুটি ডুবে যায়। এতে ওই ট্রলার মালিকদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ইতিমধ্যে জেলেরা ট্রলার দুটি উদ্ধার কাজ শুরু করেছে।