০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:৪৩:২৭ অপরাহ্ন


বড়াল নদীতে বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার
নাটোর:
  • আপডেট করা হয়েছে : ০১-০২-২০২২
বড়াল নদীতে বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার (ফাইল ফটো) ভাসমান লাশ উদ্ধার


নাটোরে বড়াল নদীর মালঞ্চি এলাকা থেকে এক অজ্ঞাত এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে বাগাতিপাড়া উপজেলার বড়াল নদীর মালঞ্চি এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার সাজা মালঞ্চি এলাকায় বড়াল নদীতে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করে।

বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, অজ্ঞাত ওই বৃদ্ধার মৃত্যুর কারণ জানতে ও লাশের পরিচয় উদ্ধারে কাজ করছে পুলিশ।

রাজশাহীর সময় / এম আর