২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ০৭:৫৬:৩৯ অপরাহ্ন


ময়মনসিংহে ধ্বংস করা হলো ৮০ লাখ টাকার মাদকদ্রব্য
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৯-০৮-২০২২
ময়মনসিংহে ধ্বংস করা হলো ৮০ লাখ টাকার মাদকদ্রব্য ময়মনসিংহে ধ্বংস করা হলো ৮০ লাখ টাকার মাদকদ্রব্য


ময়মনসিংহে প্রায় ৮০ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শেরপুর ও ময়মনসিংহ সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করার সময় এসব মাদক জব্দ করা হয়।

বুলডোজার চালিয়ে ধ্বংস করা হয় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। যার মধ্যে রয়েছে ৪ হাজার ৬০৫টি ভারতীয় মদের বোতল, এক হাজার ১২২টি ভারতীয় ফেনসিডিল এবং বিপুল পরিমাণ গাজা ও ইয়াবা।

২০১৮ সালের জানুয়ারি থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত শেরপুর ও ময়মনসিংহ সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সময় বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়ন জব্দ করে এসব মাদকদ্রব্য।

সোমবার (৮ আগস্ট) ময়মনসিংহের বিজিবি ব্যাটালিয়ন মাঠে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, জেলা পুলিশ ও কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করেন বিজিবি সদস্যরা।

দেশকে মাদকমুক্ত করতে বর্তমান সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে সীমান্তে চোরাকারবারিদের কঠোরভাবে দমন করার কথা জানান বিজিবি পরিচালক লে. কর্নেল মো. তৌহিদ মাহমুদ।

ধ্বংস করা মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা বলেও জানায় বিজিবি।