২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ০৪:৪৭:০৪ অপরাহ্ন


ব্রাহ্মণবাড়িয়ায় ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০২-০৮-২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু ফাইল ফটো


ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীর মৃত্যুর এক ঘণ্টা পর স্বামীরও মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্ত্রী নাফিজা (৪৫) মারা যান।

এক ঘণ্টা পর স্বামী শাহাবুদ্দিনকে (৫৫) ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তিনিও মৃত্যুবরণ করেন।

শাহাবুদ্দিন জেলা শহরের দাতিয়ার এলাকার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য।  

শাহাবুদ্দিনের ছোট ভাই অ্যাডভোকেট এম এম শাহাদাৎ হোসেন বলেন, আমার ভাবি বেশ কিছুদিন ধরে কিডনি রোগে আক্রান্ত ছিলেন। আমার ভাইও হৃদরোগে আক্রান্ত ছিলেন। এক সপ্তাহ আগে তার হার্টে রিং পরানো হয়েছে।

তিনি আরও বলেন, মঙ্গলবার দুপুরের পর ভাবি অসুস্থ হয়ে পড়েন। তাকে ঘাটুরায় ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ডায়ালাইসিস করা হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে মারা যান তিনি। ভাবির মৃত্যুর পর আমরা মরদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছিলাম। এসময় ভাই অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় বিকেল ৫টার দিকে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাদের দু’জনকে দক্ষিণ মৌড়াইল কবরস্থানে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফারুক মিয়া বলেন, কিছুক্ষণের ব্যবধানে স্বামী-স্ত্রী মারা গেছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।