২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১১:২৪:৩৪ অপরাহ্ন


নাটোরে বজ্রপাতে যুবকের মৃত্যু
অনিক, বাগাতিপাড়া( নাটোর) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০১-০৮-২০২২
নাটোরে বজ্রপাতে যুবকের মৃত্যু ফাইল ফটো


নাটোরের বাগাতিপাড়ায় বজ্রপাতে চায়ের স্টলে প্রাণ গেলো আশিক(২০) নামের এক যুবকের।

সোমবার (১ আগস্ট) সকালে উপজেলার জামনগর ইউনিয়নের করমদোষী নতুন ব্রিজ সংলগ্ন আব্দুল মালেকের চায়ের স্টলে বজ্রপাতের ঘটনা ঘটে। ঘঠনাস্থলেই আশিক(২০) মারা যায়। আশিক ঐ এলাকার সিহাব উদ্দীনের ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, চায়ের স্টলে আশিক ও তার পিতাসহ বেশ কয়েকজন আড্ডা দিচ্ছিল। এসময় বজ্রপাত ঘটলে আশিক(২০) ঘটনাস্থলেই মারা যায় এবং তার পিতা সিহাব (৫১) ও  একই এলাকার মোমিন(৪৫), শফিক(৫০),  বেলাল(৪৬), সারোয়ার(৪১),  হাফেজ(৪৪), জমসেদ(৪৯) এবং স্টল মালিকের স্ত্রী রুপালী(৪২) সহ ৮ জন আহত হন। আহতদের মধ্যে ৩ জনকে পুঠিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অপর ৫ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আশিক নামের এক যুবক ঘটনা স্থলেই মারা গিয়েছে এবং ৮ জন আহত হয়েছে তাদের মধ্যে ৩  জনকে রাজশাহীর পুঠিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহীর সময়/এ