রাজশাহীর চারঘাটে বিপুল পরিমানে মেয়াদ উত্তীর্ন ও ভেজাল ঔষুধ উদ্ধার করেছে চারঘাট মডেল থানা পুলিশ।
শুক্রবার (২১ জানুয়ারি) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শলুয়া ইউনিয়নের তালতলা নামক স্থানে মডেল থানার ওসির নেতৃত্বে সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে ১৩ বস্তা ভেজাল ঔষুধগুলো জব্দ করেন।
পুলিশ সূত্রে জানা যায়, কে বা কাহারা মেয়াদ উত্তীর্ন ভেজাল ঔষুধগুলো অসৎ ব্যবসায়ের উদ্দেশ্যে অন্যত্র নেয়ার জন্য তালতলা নামক স্থানে অপেক্ষমান ছিল। এমতাবস্থায় মডেল থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেলে বস্তাভর্তি ঔষুধ রেখে পালিয়ে যায় এ অসাধু ব্যবসায়ী চক্র। উদ্ধারকৃত ঔষুধগুলো সব মেয়াদ উত্তীর্ন ও ভেজাল বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মডেল থানার ওসি মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ১৩ বস্তা ”পেইস ০.৫” ঘুমের ঔষুধ উদ্ধার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মডেল থানায় মামলা প্রস্তুতি চলছে।
রাজশাহীর সময় /এএইচ