১৮ মে ২০২৪, শনিবার, ০৯:৪৯:২৩ পূর্বাহ্ন


নাটোরে বিদেশী পিস্তল ও ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
আবু হেনা
  • আপডেট করা হয়েছে : ২৭-০৭-২০২২
নাটোরে বিদেশী পিস্তল ও ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার নাটোরে বিদেশী পিস্তল ও ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী মোঃ সিজান (২৩) গ্রেফতার।


নাটোরে ১টি বিদেশী পিস্তল ও ২টি ওয়ান শুটারগানসহ মোঃ সিজান (২৩) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার (২৬ জুলাই) রাত ১০টায় জেলার সদর থানাধীন তকিয়া বাজার এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ হতে বিদেশী পিস্তল-১টি, ওয়ান শুটারগান-২টি, ম্যাগজিন-১টি, গুলি-২ রাউন্ড, মোবাইল-১টি, সীমকার্ড-১টি ও নগদ-১০০০/-টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতার অস্ত্র ব্যবসায়ী রাজশাহী জেলার চারঘাট থানাধীন শ্রীখন্ডি দক্ষিণপাড়া গ্রামের মোঃ মানিকের ছেলে মোঃ সিজান।

অভিযান পরিচালনা করেন র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল।

 র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে নাটোর জেলার সদর থানাধীন তকিয়া বাজার এলাকাস্থ হামজা ফিলিং স্টেশনের পশ্চিম কোণে নাটোর টু রাজশাহী গামী মহাসড়কের উপর একজন সন্দেহভাজন ব্যক্তি অবৈধ মালামালসহ অবস্থান করছে। উক্ত সংবাদ পাওয়া মাত্রই রাত ১০টায় 

ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সিজান পালানোর চেষ্টা করলে ঘটনাস্থলেই তাকে আটক করা হয়।

গ্রেফতার অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে নাটোর জেলার সদর থানায় ধারা- The Arms Act, 1878 (সংশোধন ২০০২) এর 19 A/19 (f) ধারায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

রাজশাহীর সময়/এম