০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার, ০৩:০২:৫৭ অপরাহ্ন


ছবি মুক্তির আগেই অনন্যার ঠোঁটে সুখ্যাতির বন্যা
তামান্না হাবিব নিশু
  • আপডেট করা হয়েছে : ৩০-০১-২০২২
ছবি মুক্তির আগেই অনন্যার ঠোঁটে সুখ্যাতির বন্যা ফাইল ফটো


সিনে দুনিয়ায় পা রাখার পর থেকেই সকলের নজর কেড়েছে অনন্যা পান্ডে। গেহরাইয়া ছবির ট্রেলার মুক্তিতেই সামনে এসেছে অনন্যার লুক থেকে শুরু করে চরিত্র, দীপিকা পাড়ুকোনের বোন, দুজনকেই ফিগার থেকে ফেসলুকে বেশ মানিয়েছে, এই ছবিতেই দুই স্টারকে খুল্লাম-খুল্লা প্রেম করতে দেখা যায়। যার ফলে একাধিক বোল্ড দৃশ্য থাকে ছবি জুড়ে, পোশাক নিয়েও বেশ সাহসীকতা দেখায় পরিচালক। সেই ছবির ফ্রেম থেকে শুরু করে প্রমোশন, অনন্যার বোল্ডনেস এবার কড়া টক্কর দিচ্ছে দীপিকাকে। হাতে মাত্র আর কয়েকটা দিন। তারপরই ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মুক্তি পাবে গেহরাইয়া ছবি। তার আগেই এবার প্রচারমুখি টিম। ফলে একাধিক সাংবাদিক বৈঠকে ধরা দিচ্ছেন সেলেবরা। যার মধ্যে অন্যতম মুখ হল দীপিকা পাড়ুকোন ও অনন্যা পান্ডে। 

ছবির মুক্তিতে আর কয়েকটা দিন বাকি, তারই আগে এবার ছবি ও দীপিকাকে নিয়ে খোলামেলা আলোচনায় অনন্যা পান্ডে। সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, দীপিকা পাড়ুকোন ভেতর থেকে যতটা সুন্দর ওপর থেকেও ততটাই সুন্দর। খুব সহজেই সকলকে আপন করে নিতে পারেন তিনি। খুব সহজেই পারেন সকলের সঙ্গে মিলে মিশে থাকতে। সেটে পা রাখার সঙ্গে সঙ্গেই তিনি পুরো পরিবেশটাই বদলে দিয়ে থাকেন। অনন্যাকেও খুব ভালোভাবে গাইড করেছিলেন তিনি। 

অনন্যা পান্ডে আরও জানান, দীপিকা যে ধরনের চরিত্র গ্রহণ করেন, ও যেভাবে তা ফুঁটিয়ে তোলেন, তা এক কথায় প্রশংসার দাবীদার, বরাবরই তাঁর নির্বাচণের ক্ষমতা বেশ পোক্ত। গেহরাইয়াও তার ব্যতিক্রম নয়। ছবি প্রসঙ্গে দীপিকা পাড়ুকোন জানান,- 'আলিশা, গেহরাইয়া-তে আমার চরিত্র আমার হৃদয়ের খুব কাছাকাছি এবং অবশ্যই আমি এতদিন যত ছবি করেছি তার মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং এটা। আমি কৃতজ্ঞ যে এমন একটা ভূমিকায় আমি অভিনয় করার সুযোগ পেয়েছি।'  দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আমাজন প্রাইম মারফৎ প্রকাশ্যে আসতে চলেছে গেহেরাইয়া ছবি। এখন দেখার ছবি মুক্তির পর ভক্তমহলে ঠিক কতটা সাড়া ফেলে।  

রাজশাহীর সময় /এএইচ