বলিউডের গ্রিক দেবতা বলা হয় হৃতিক রোশানকে। অভিনয় দিয়ে তিনি মাতিয়ে রাখেন ভক্তদের। শুধু অভিনয় নয়, নাচেও পারদর্শী এই অভিনেতা। নানান খবর দিয়ে থাকেন শিরোনামে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াকে চমকে দিয়েছেন হৃতিক।
তাকে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে রহস্যময়ী নারীর সঙ্গে বের হতে দেখা গেছে। যে তার মুখ মুখোশ দিয়ে ঢেকে রেখেছিলেন। ভিডিওটি নেট দুনিয়ায় প্রকাশের পর থেকেই নেটিজেনদের মনে জাগছে নানা প্রশ্ন। তবে খোদ নেটিজেনরাই এই রহস্যের সমাধান করেছে।
জানা গেছে হৃতিকের সঙ্গে মুখোশ দিয়ে মুখ ঢেকে থাকা নারীর পরিচয়। তিনি ওটিটি বিশ্বের পরিচিত নাম সাবা আজাদ!
ভিডিওটি প্রকাশের পর থেকেই প্রতিক্রিয়া জানিয়ে মন্তব্য করছে হৃতিকের ভক্তরা।
উল্লেখ্য, প্রাক্তন স্ত্রী সুজান খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণার পর থেকেই সিংগেল বলিউডের ড্যাশিং এই অভিনেতা। প্রাক্তন দম্পতি হৃদান এবং ঋহান নামে দুই সন্তানের জনক ও জননী।
রাজশাহীর সময় / এফ কে