০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার, ০৩:০৫:৩১ অপরাহ্ন


বিয়ে করেছেন হলিউডের লানা কনডর ও অ্যান্টনি দে লা টরে
তামান্না হাবিব নিশু
  • আপডেট করা হয়েছে : ৩০-০১-২০২২
বিয়ে করেছেন হলিউডের লানা কনডর ও অ্যান্টনি দে লা টরে বিয়ে করেছেন হলিউডের লানা কনডর ও অ্যান্টনি দে লা টরে


হলিউড অভিনেত্রী লানা কনডর। তার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল হলিউড অভিনেতা ও অ্যান্থনি দে লা টরের। দীর্ঘদিনের প্রেম পরিণতি পায় বিয়েতে।

তারা বিয়ে করেছেন ২৮ জানুয়ারি। বিয়ের একদিন পর নবদম্পতি নিজ নিজ ইন্সটাগ্রামে বিয়ের ছবি ও আনন্দদায়ক খবরটি প্রকাশ করেন।

তিনি ইন্সটাগ্রামে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘আমার কাছে সবচেয়ে সহজ সিদ্ধান্ত ছিল এটি। আমি নিজেকে পরম সৌভাগ্যবান মনে করছি। অ্যান্টনি আমি তোমাকে ভালোবাসি।’

এদিকে ভক্ত এবং বন্ধুদের কাছ থেকে প্রচুর ভালবাসা পেয়েছেন বলেও জানান তিনি। ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীর সহকর্মীরাও তাকে অভিনন্দন জানান।

অভিনেতা নোয়া সেন্টিনিও তার ইনস্টাগ্রাম স্টোরিতে দম্পতিকে অভিনন্দন জানালেন,

তার বন্ধুরা ছাড়াও, লানার অনুরাগীরাও এই খবরে অত্যন্ত খুশি হয়েছেন।

লানা নেটফ্লিক্সের ‘টু অল দ্য বয়েজ’ ফ্র্যাঞ্চাইজিতে লারা জিন কোভির চরিত্রে অভিনয়ের জন্য খ্যাতি পেয়েছেন। তিনি প্রথম হলিউডে প্রবেশ করেছিলেন ‘এক্স-মেন: অ্যাপোক্যালিপসে’ দিয়ে।

রাজশাহীর সময় / এফ কে