২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ১২:৩৮:০৮ পূর্বাহ্ন


গলাচিপায় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যের মৃত্যুতে এলাকায় শোক
পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ১৪-০৬-২০২২
গলাচিপায় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যের মৃত্যুতে এলাকায় শোক গলাচিপায় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যের মৃত্যুতে এলাকায় শোক


পটুয়াখালীর গলাচিপায় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য হানিফ গাজীর (৫৫) মৃত্যু হয়েছে। এ সময় হানিফের সাথে থাকা তার ভাগ্নে শামিম আহমেদ গুরুতর আহত হয়েছেন। তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) সকাল সোয়া ১০টায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বসাক বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত হানিফ গাজী উপজেলার আমখোলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য এবং মৃত রত্তন আলী গাজীর ছেলে। 

পুলিশ জানায়, রাস্তা পারাপারের সময় একটি শিশুকে বাঁচাতে গিয়ে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে হানিফ গাজীর মৃত্যু হয়। হানিফ গাজীর লাশ বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে। তার পরিবারের পক্ষ থেকে পোস্ট মর্টেম না করার জন্য আবেদন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে গলাচিপা উপজেলার আমখোলা বাজার থেকে পটুয়াখালীর উদ্দেশে রওনা হয়েছিল হানিফ গাজী। সকাল সোয়া ১০ টার দিকে মোটর সাইকেলটি বসাক বাজার এলাকা অতিক্রম করছিল। এ সময় রাস্তা পারাপার হচ্ছিলো একটি শিশু। সেই শিশুটিকে রক্ষা করতে গিয়ে হানিফ গাজীর মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গাছের সাথে ধাক্কা খায়।

পরে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার অনেক আগেই তার মৃত্যু হয়েছে। পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান আরও জানান, মাথায় হেলমেট না থাকার কারণেই প্রচন্ড আঘাতের ফলে হানিফ গাজীর মৃত্যু হয়েছে।