বরিশালের স্থানীয় দৈনিক শাহনামার বার্তা সম্পাদক মামুনুর রশিদ নোমানীকে শুক্রবার রাজাপুরে তার নিজ এলাকায় সংবাদ সংক্রান্ত পূর্ব শক্রতার জেরে কুপিয়ে হত্যাচেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক ও সংবাদপত্র ঐক্য পরিষদ (বিএসএসওপি) কেন্দ্রীয় কমিটি।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএসএসওপি'র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো.রেদওয়ান সিকদার রনি কেন্দ্রীয় ও কমিটির মহা-সচিব নিরেন দাস সাংবাদিক নোমানী কে হত্যাচেষ্টা ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদেরকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিএসএসওপি'র সংগঠনের পাশাপাশি দেশের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা জানান,দেশে জ্যামিতিক হারে সাংবাদিক নির্যাতন বাড়ছে। সাংবাদিক নির্যাতন ঘটনায় বিচারহীনতার কারণে নির্যাতন বাড়ছেই। টিভির বরিশাল ব্যুরো অপূর্ব অপুকে অপহরণ চেষ্টা ঘটনাটি একটি স্পর্শকাতর ইস্যু। সাংবাদিকরা ঐক্যবদ্ধ আন্দোলনে মাঠে থাকায় ঘটনার সপ্তাহ পেরিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সরকারের কাছে সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়নের দাবি করা হচ্ছে দীর্ঘ দিন ধরে। আইনটি প্রণয়ন হচ্ছেনা বিধায় এ নির্যাতনের মাত্রা যেন দিনদিন বেড়েই চলেছে। সাংবাদিক নির্যাতন বন্ধ না হলে এবং সাংবাদিক নোমানী কে হত্যাচেষ্টা ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে দেশব্যাপী কলম বন্ধসহ কঠোর আন্দোলন নামবে বাংলাদেশ সাংবাদিক ও সংবাদপত্র ঐক্য পরিষদ(বিএসএসওপি)।