কুড়িগ্রামের রৌমারীতে মা ও শিশু সন্তানকে গলা কেটে হত্যার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২৫ মে) দুপুরে রৌমারী অফিসার্স ক্লাবে র্যাবের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জাকির হোসেন (২৮) ও চাঁন মিয়া (৪৩)।
র্যাব-১৪ জামালপুরের কোম্পানি কমান্ডর স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার মূল অভিযুক্ত জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যমতে এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত চাঁন মিয়াকেও গ্রেপ্তার করা হয়।’
উল্লেখ্য, গত ২১ মে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের নতুন বন্দর এলাকার একটি ধানক্ষেত থেকে পাঁচ মাস বয়সী শিশু হাবিবের গলাকাটা মরদেহ ও তার মা হাফসা আক্তারকে গলা কাটা অবস্থায় উদ্ধার করা হয়।
স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় হাফসাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহত হাফসার বাবা বাদী হয়ে রৌমারী থানায় মামলা করেন।
রাজশাহীর সময়/এমজেড