আইপিএল খেলার প্রিয়দলের শ্রেষ্ঠত্ব নিয়ে বিতর্ক জেরে সংঘবদ্ধ সমর্থক দলের আক্রমনে নিহত ফারুক হত্যার প্রধান দুই আসামী ফয়সাল ও ফরহাদকে গ্রেফতার করেছে রাব-৭, চট্টগ্রাম।
সোমবার (২৩ মে) কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন বেতুয়া বাজার পূর্ব বেতুয়া সিকদার পাড়ায় এবং নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন পুরাতন কলেজ রোডের একটি বাড়ি থেকে পৃথক পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো: মোঃ ফরহাদ (২১) চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার দক্ষিন পাহাড়তলী গ্রামের সৈয়দ হোসেনের ছেলে ও একই এলাকার মৃত সেকান্দার আলীর ছেলে মোঃ ফয়সাল (২২)।
এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৭, চট্রগ্রামের মুখপাত্র সিনিঃ সহকারী পরিচালক মোঃ নূরুল আবছার।
তিনি জানান, নিহত মোঃ ফারুক(৩৫) একজন দিনমজুর ছিলেন। গত (৫ এপ্রিল ২২) বিকেল ৫টায় ফারুক হাটহাজারী থানাধীন আমান বাজারের পশ্চিমে ফয়সালের চায়ের দোকানে টেলিভিশনে আইপিএল খেলা দেখছিল।
সেখানে মোঃ ফরহাদ ও খেলা দেখছিল। খেলার পক্ষ বিপক্ষ নিয়ে ফরহাদের সাথে ফারুকের তর্ক বির্তক হয়। তর্ক বির্তকের এক পর্যায়ে ওই দিনই রাত ১১টায় ফারুক দোকান থেকে বের হয়ে নিজ বাসার উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে হাটহাজারী থানাধীন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১নং ওয়ার্ড দক্ষিণ পাহাড়তলী আমান বাজারের পশ্চিমে ফয়সালের চায়ের দোকানের পাশে নাজিম কলোনীতে পৌঁছালে ফরহাদ (২১), ফয়সাল (২২) সহ অজ্ঞাতনামা আরও ৪/৫জনসহ লোহার শিকল, এসএস পাইপ ও লাঠি দিয়ে ফারুককে এলোপাতাড়িভাবে মারধর করে। এতে ফারুকের মাথায়, ডান কান, নাক, চোখ ও মুখসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয় এবং রক্তাক্ত জখম হয়। এ সময় সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে আসামীরা হতে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা ফারুককে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রয়োজনীয় পরীক্ষা নিরিক্ষা শেষে তাকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় নিহতের মা সুরমা বেগম বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় ১১ জন নামীয় এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা নং-৫। তারিখ-৬-৪-২২।
হত্যাকান্ডের পর গ্রেফতার এড়াতে আসামীরা আত্মগোপন করে। এই লোহমর্ষক ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের জন্য র্যাব-৭, চট্টগ্রাম অত্যন্ত মানবিকতার সহিত বিষয়টি গ্রহণ করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৭, চট্টগ্রাম ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে ব্যাপক গোয়েন্দা নজরদারী অব্যহত রাখে। এরই ধারাবাহিকতায় র্যাব-৭ জানতে পারে মামলার ৩নং আসামী ফরহাদ কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন বেতুয়া বাজার পূর্ব বেতুয়া সিকদার পাড়ায় এবং ১নং আসামী নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন পুরাতন কলেজ রোড সংলগ্ন অনন্তপুর তার খালাতো ভাইয়ের ভাড়া বাসায় অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে সোমবার (২৩ মে) র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল তথ্য অনুযায়ী এলাকায় অভিযান চালিয়ে আসামী মোঃ ফরহাদ ও মোঃ ফয়সালকে গ্রেফতার করে।
উল্লেখ, আসামী মোঃ ফরহাদ ও মোঃ ফয়সাল এই হত্যাকান্ডের মুল খলনায়ক ছিল বলে স্থানীয়দের বরাত দিয়ে জানিয়ে র্যাব-৭।
এ ব্যপারে গ্রেফতার আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।