১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১০:৪৫:০৫ অপরাহ্ন


রাসিকের পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত
আবু হেনা
  • আপডেট করা হয়েছে : ২৭-০১-২০২২
রাসিকের পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত রাসিকের পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত


রাজশাহী সিটি কর্পোরেশনের পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন।

সভায় জানানো হয়, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন দায়িত্ব গ্রহণের পর নগরীর প্রতিটি এলাকার উন্নয়নে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ণে নির্দেশনা প্রদান করেছেন। সেলক্ষ্যে প্রতিটি এলাকার ড্রেন, রাস্তা, সড়ক কার্পেটিংসহ ব্যাপক উন্নয়ন কাজ এগিয়ে চলেছে। মহানগরীর পরিবেশের উন্নয়নে মাননীয় মেয়রের নির্দেশনা বাস্তবায়ণে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে। নতুন নতুন সড়কসমূহের আইল্যান্ড ও সড়ক বিভাজনে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ অব্যাহত রয়েছে। সভায় মহানগরীতে চলমান বৃক্ষরোপণ, মৌসুমী ফুলগাছ রোপণ ও পরিচর্যার সার্বিক পর্যালোচনা করা হয়। মহানগরীর বিভিন্ন ত্রিভুজ, গোলচত্বর এবং নতুন সড়ক বিভাজনে বৃক্ষরোপণ, কল্পনা তালাইমারী বাঁধের সবুজায়ন বিষয়ে আলোচনা করা হয়। 

সভায় কমিটির সদস্য ৮নং সংরক্ষিত আসনের কাউন্সিলর নাদিরা বেগম, সদস্য সচিব সৈয়দ মাহমুদুল ইসলাম, পরিবেশ উন্নয়ন সহকারী জুবায়ের হোসেন জেনিথ, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিন, পরিবেশ শাখার সুপারভাইজারগণ এ সময় উপস্থিত ছিলেন।  

রাজশাহীর সময় /এএইচ