২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:২৯:১০ পূর্বাহ্ন


বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে শিশুর মৃত্যু
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৬-০৫-২০২২
বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে শিশুর মৃত্যু ফাইল ফটো


বরিশালের মুলাদীতে সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এক শিশু নিহত হয়েছে।

সোমবার (১৬ মে) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ওই শিশুর নাম হামিম। সে চর লক্ষ্মীপুর নন্দিবাজার এলাকার বাসিন্দা মুদি ব্যবসায়ী গিয়াস উদ্দিনের ছেলে এবং মুলাদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুুদুর রহমান বলেন, এটি নিছক দুর্ঘটনা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, হামিম ক্লাশ শেষে মুলাদী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে বন্ধুদের সঙ্গে খেলা করছিল। দৌঁড়াতে গিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যায়। হৃদয় নামে স্থানীয় এক যুবক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহীর সময়/জেড