কক্সবাজার জেলার চকরিয়া থেকে জলদস্যু জিকু বাহিনীর প্রধান কুখ্যাত জলদস্যু জিয়াবুল হক অরফে জিকুকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
বৃহস্পতিবার (১ মে) রাত পৌনেন ৮টায় ক্সবাজার জেলার চকরিয়া থানাধীন ছৈনাম্মার ঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফকার জিয়াবুল হক জিকু (৫০), কক্সবাজার জেলার চকরিয়া থানার ছৈনাম্মার ঘোনা গ্রামের মৃত আনছার উল করিমের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নূরুল আবছার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ মে) র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন ছৈনাম্মার ঘোনা এলাকায় অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড কার্তুজসহ অস্ত্রধারী সন্ত্রাসী জিয়াবুল হক জিককে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে সে জানায়, জিকু ছিলেন বঙ্গোপসাগরের দুঃসাহসী জলদস্যু। এছাড়াও সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত একজন জলদস্যু। সে একটি জলদস্যু গ্যাং পরিচালনা করে যার গ্যাং লিডার জিকু নিজেই। সম্প্রতি জিকু বিভিন্ন জলদস্যু গ্রুপের সাথে যোগাযোগ শুরু করে এবং তার জলদস্যু দলকে সংগঠিত করে আগের ব্যবসা শুরু করেছে। জলদস্যু দলের জন্য বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহের দায়িত্বও ছিল তার।
গ্রেফতার আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।