২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১২:০৬:৪৮ পূর্বাহ্ন


মোহনপুরে শিশু বিবাহ প্রতিরোধে পরামর্শ সভা
মোহনপুর প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৬-০১-২০২২
মোহনপুরে শিশু বিবাহ প্রতিরোধে পরামর্শ সভা মোহনপুরে শিশু বিবাহ প্রতিরোধে পরামর্শ সভা


রাজশাহীর মোহনপুর উপজেলায় এসিডির আয়োজনে ইউনিসেফের সহযোগীতায় শিশু বিবাহ প্রতিরোধে উপজেলা পর্যায়ে শিক্ষক সমিতির প্রতিনিধিদের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার সময় উপজেলা হল রুমে শিশু বিবাহ প্রতিরোধে উপজেলা পর্যায়ে শিক্ষক সমিতির প্রতিনিধিদের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সাবেক প্রধান শিক্ষক হাফিজুর রহমান,প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুকতাদির আহমেদ, এসিডির প্রোগ্রাম ম্যানেজার মনিরুল ইসলাম পায়েল, প্রধান শিক্ষক আব্দুল জলিল মোল্লা, শরিফুল ইসলাম, আব্দুল আলিম শেখ, এনামুল হক, সাইদুর রহমান, বাবুল আকতার, ক্লাব অর্গানাইজার ফারজানা খাতুন, অনুষ্টান পরিচালনা করেন এসিডির কো-অর্ডিনেটর আনোয়ার হোসেন।

রাজশাহীর সময় /এএইচ