২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ০২:২৬:২১ অপরাহ্ন


রাজশাহীতে করোনাভাইরাস ছড়িয়ে পড়লেও হাসপাতালে রাগীর চাপ কম
মঈন উদ্দীন
  • আপডেট করা হয়েছে : ২৬-০১-২০২২
রাজশাহীতে করোনাভাইরাস ছড়িয়ে পড়লেও হাসপাতালে রাগীর চাপ কম রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। ছবি-রাজশাহীর সময়


রাজশাহীতে ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে করোনার সংক্রমণ। তবে করোনা রোগী বাড়লেও হাসপাতালে চাপ কম। অধিকাংশই চিকিৎসা নিচ্ছেন পরীক্ষা ছাড়াই বাড়িতে অবস্থান করে। শুধুমাত্র যাদের অবস্থার অবনতি হচ্ছে তারাই ভর্তি হচ্ছেন হাসপাতালে।

রাজশাহীর দুইটি ল্যাবে নমুনা পরীক্ষা অনুপাতে জেলায় টানা তিনদিন ধরে করোনাভাইরাস শনাক্তের হার ৫০ এর উপরে। মঙ্গলবার এ জেলায় ৫৮ দশমিক ৬০ শতাংশ নমুনায় ভাইরাসটি শনাক্ত হয়েছে। তবে বিভাগের রিপোর্ট তা ৬০ এর উপরে। র‌্যাপিড এন্টিজেন পরীক্ষাসহ জেলায় করোনা শনাক্তের হার ৬৭ দশমিক ৩৯ শতাংশ।

বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এক প্রতিবেদনে জানান, মঙ্গলবার রাজশাহীর দুইটি পিসিআর ল্যাবে ৫৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৪৪ নমুনায় মিলেছে করোনাভাইরাস। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ৫৮ দশমিক ৬০ শতাংশ।

এর আগের দিন সোমবার রাজশাহীর দুইটি ল্যাবে ৫৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৩০৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। যা শনাক্তের হার ৫৫ দশমিক ৭৮ শতাংশ। আর গত রোববার রাজশাহী জেলায় শনাক্তের হার ছিল ৬০ দশমিক ৪৯। এছাড়াও গত শনিবার ৪৪ দশমিক ১৯ এবং গত শুক্রবার ২৮ দশমিক ৭১ শতাংশ ছিল করোনা শনাক্তের হার।

এদিকে, বুধবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদনে জানানো হয়, এদিন সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় রাজশাহী জেলায় র‌্যাপিড এন্টিজেনসহ ৬৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৪৩৬ জনের। শনাক্তের হার ৬৭ দশমিক ৩৯ শাতংশ।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, রাজশাহীতে এখন ঘরে ঘরে করোনাভাইরাসে আক্রান্ত রোগি রয়েছে। তারা বাড়িতে থেকেই সাভাবিক নিয়মে জ¦র শর্দি কাশির চিকিৎসা নিচ্ছেন। এতে ভালও হয়ে যাচ্ছেন তারা। এ জন্য হাসপাতালে করোনা রোগীর চাপ কম। তবে যাদের অবস্থার অবনতি ঘটছে তারাই শুধু হাসপাতালে ভর্তি হচ্ছেন। এদের মধ্যে টিকা না নেয়ার সংখ্যায় বেশী।

রাজশাহীর সময় /এএইচ