২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৫:৩১:০৪ পূর্বাহ্ন


ঝিনাইদহে টাকা ভর্তি ব্যাগ মালিককে ফিরিয়ে দিলেন ভ্যানচালক
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২৬-০৪-২০২২
ঝিনাইদহে টাকা ভর্তি ব্যাগ মালিককে ফিরিয়ে দিলেন ভ্যানচালক ঝিনাইদহে টাকা ভর্তি ব্যাগ মালিককে ফিরিয়ে দিলেন ভ্যানচালক


ঝিনাইদহে কুড়িয়ে পাওয়া পৌনে দুই লাখের অধিক টাকা ভর্তি ব্যাগ মালিককে ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত সৃষ্টি করেছেন এক ভ্যানচালক। সোমবার (২৫ এপ্রিল) দুপুরে শৈলকুপা উপজেলা শহরে এ ঘটনা ঘটে।

শৈলকুপা থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, হাফেজ মাওলানা মুফতি আশরাফ আলী ফারুকী নামে এক কলেজ শিক্ষক শৈলকুপা শাখা রূপালী ব্যাংক থেকে টাকা তুলে আনোয়ার হোসেনের ভ্যানযোগে কবিরপুর যাচ্ছিলেন। সোনালী ব্যাংকের সামনে এসে টাকা ভর্তি ব্যাগটি ভ্যানের উপর রেখে নেমে যান তিনি।

ওসি আরও জানান, ভ্যানচালক আনোয়ার হোসেন বাড়িতে গিয়ে ব্যাগটি দেখতে পান এবং সেটি খুলে এক লাখ ৭৭ হাজার ৫০০ টাকা পান। এরপর তিনি শহরে এসে টাকার মালিককে খুঁজতে থাকেন। টাকার প্রকৃত মালিককে খুঁজে না পেয়ে শৈলকুপা থানায় গিয়ে হাজির হয়ে টাকার ব্যগটি পুলিশের কাছে তুলে দেন। এদিকে টাকার মালিকও থানায় মামলা দিতে উপস্থিত হন।

ব্যাগের মালিক মুফতি আশরাফ আলী ফারুকী বলেন, থানার ওসি সাহেব টাকা ভর্তি ব্যাগটি তার হাতে তুলে দিয়েছেন। একজন দরিদ্র ভ্যানচালকের সততায় তিনি মুগ্ধ হয়েছেন। ভ্যানচালককে উপহার হিসেবে পাঁচ হাজার টাকা দিয়েছেন তিনি।

রাজশাহীর সময় / জি আর