২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৩:৩০:১০ পূর্বাহ্ন


নোয়াখালীতে ছাত্রীকে উত্যক্তের অভিযোগে গণপিটুনী, ৪ যুবককে কারাদণ্ড
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৪-০৪-২০২২
নোয়াখালীতে ছাত্রীকে উত্যক্তের অভিযোগে গণপিটুনী, ৪ যুবককে কারাদণ্ড নোয়াখালীতে ছাত্রীকে উত্যক্তের অভিযোগে গণপিটুনী, ৪ যুবককে কারাদণ্ড


নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্যক্তের অভিযোগে চার যুবককে গণপিটুনীর পর পুলিশে দিয়েছে এলাকাবাসী। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (২৪ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতি সর্ববিদ্যা এ রায় দেন।

দণ্ডিতরা হলো: চরজুবলী ইউনিয়নের চর মহিউদ্দিন গ্রামের মো. সাকিব (২৪), মো. মিরাজ (২৪), সারোয়ার হোসেন (২৬) ও নুর উদ্দিন (২৪)। তাদের মধ্যে মো. মিরাজকে ছয় মাস এবং অপর তিনজনকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডিতরা সবাই ইটভাটা শ্রমিক।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, রোববার সকাল সাড়ে ছয়টার দিকে চরবাটা ইউনিয়নের সওদাগর হাট হাইস্কুলের নবম শ্রেণির এক ছাত্রী প্রাইভেট পড়তে যাচ্ছিল।

এ সময় পশ্চিম চরবাটা গ্রামের হাদী মেটালের দক্ষিণের সড়কে অভিযুক্ত চার যুবক একটি মোটরসাইকেলে এসে ওই ছাত্রীর ওড়না টান দিয়ে উত্যক্ত করে।

এসময় আশপাশের লোকজন জড়ো হয়ে তাদের (চার যুবক) আটক করে গণপিটুনী দেয়। খবর পেয়ে পুলিশ তাদর উদ্ধার করে নিয়ে যায়। পরে ওই ছাত্রীর বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে বিকেলে চার যুবককে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।  

পরে ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করলে বিচারক তাদর বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পর দণ্ডিতদের থানা হাজতে রাখা হয়েছে। সোমবার সকালে তাদের জেলা কারাগারে পাঠানা হবে।

রাজশাহীর সময়/জেড