২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৩:৪৮:৫০ পূর্বাহ্ন


ঈদের পোশাক কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২৩-০৪-২০২২
ঈদের পোশাক কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা ঈদের পোশাক কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা


ফরিদপুরের ভাঙ্গায় ঈদের পোশাক কিনে না দেওয়ায় পূর্ণিমা আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার (২৩ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

পূর্ণিমা আক্তার ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের বড়পাল্লা গ্রামের সুরুজ খন্দকারের মেয়ে এবং আবদুলাবাদ বহুমুখী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

ভাঙ্গা থানার উপপরিদর্শক সালাম খান জানান, ওই ছাত্রী তার পিতামাতাকে সদরপুর মার্কেটে গিয়ে ঈদের পছন্দের পোশাক কিনে দিতে বলে। শুক্রবার বিকেলে অভিভাবকরা তাকে সঙ্গে না নিয়ে মার্কেটে কেনাকাটা করতে যায়। এতে রাগ ও অভিমানে সে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে আত্মহত্যা করে। রাতে তার পিতামাতা বাড়ি ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখে তাকে ডাকাডাকি করতে থাকেন। এ সময় ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

ওসি বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। পরবর্তী সময়ে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়।

রাজশাহীর সময় / জি আর