২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৪:০২:১৩ পূর্বাহ্ন


নান্দাইলের সেই আতশবাজি কারখানায় মালিক গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৩-০৪-২০২২
নান্দাইলের সেই আতশবাজি কারখানায় মালিক গ্রেপ্তার নান্দাইলের সেই আতশবাজি কারখানায় মালিক গ্রেপ্তার


ময়মনসিংহের নান্দাইলে অবৈধ আতশবাজির কারখানায় বিস্ফোরণে ২ নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানার মালিক বোরহান উদ্দিনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২২ এপ্রিল) রাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির একটি দল অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করে।

গত ২০ এপ্রিল ভোরে নান্দাইলের চণ্ডিপাশা এলাকায় ওই কারখানায় আতশবাজি তৈরির সময় বারুদ ও রাসায়নিক দ্রব্য হঠাৎ বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই মারা যান দুই শ্রমিক নাছিমা আক্তার (৩০) ও আফিয়া খাতুন (৪৫)।

পরদিন কারখানার মালিক বোরহান উদ্দিনের বিরুদ্ধে নান্দাইল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে এবং হত্যা মামলা করা হয়।

রাজশাহীর সময়/এইচ