দিনাজপুরের কাহারোল উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষক।
শুক্রবার (২২ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১১টা ২০ মিনিট উত্তর দিক হতে হঠাৎ করে শুরু হওয়া ঝড় ও শিলা বৃষ্টিতে লিচু, আম, ভুট্টা ও বোরো ধানের ক্ষতি হয়েছে ব্যাপক।
কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে বোরো ধানের আবাদ করা হয়েছে ৫ হাজার ২’শ ৫২ হেক্টর জমিতে। চলতি বোরো মৌসুমে, ব্রি-ধান ২৮, ২৯, ৬৭, ৮১, ৮৯ সহ হাইব্রিড ধানের আবাদ করা হয়েছে। তার মধ্যে ২৮সহ আগাম জাতের ধানগুলির শীষ বের হয়ে গেছে। গত শুক্রবার রাতে শিলা বৃষ্টিতে বোরো ধানের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখন পর্যন্ত বলতে পারে নাই কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা এস.এম আব্দুর রহিম। তিনি জানান, আমরা উপসহকারী কৃষি কর্মকর্তাগণ বিভিন্ন বোরো খেত দেখছি এবং ক্ষতির পরিমাণ নির্ণয় করছি।
এই ব্যাপারে কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা আবু জাফর মো. সাদেক বলেন, শিলা বৃষ্টি ও ঝড়ে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখন বলা সম্ভব না। আজ শনিবার বন্ধের দিন আমার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষি উপসহকারী কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে আমাকে জানালে আমি বলতে পারবো।
রাজশাহীর সময়/এএইচ