২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:৫৬:৫১ অপরাহ্ন


মোবাইলে গেম খেলতে নিষেধ করায় আত্মহত্যা
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৬-০১-২০২২
মোবাইলে গেম খেলতে নিষেধ করায় আত্মহত্যা মোবাইলে গেম খেলতে নিষেধ করায় আত্মহত্যা


যশোরের ঝিকরগাছায় মোবাইলে গেম খেলতে নিষেধ করায় তৌফিক হাসান নামের এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ।

তৌফিক স্থানীয় কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। মঙ্গলবার মল্লিকপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।

মল্লিকপুর গ্রামের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক জানান, সকালে তৌফিক বাড়ির পাশে বসে মোবাইল ফোনে গেম খেলছিল। সে সময়ে তার বাবা গেম খেলতে নিষেধ করে তাকে বকাঝকা করে মাঠে চলে যান। পরে তৌফিককে তার মা বাড়িতে ডেকে আনেন। কিছুক্ষণ পরে ওর মা ঘরে ঢুকে দেখে তৌফিক গলায় চাদর পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

রাজশাহীর সময় / এম আর