রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে নতুন তিনটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলা তিনটিতে এজাহারভুক্ত আসামি তিনি।
বৃহস্পতিবার দুপুরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়া হয়েছিল।
এ সময় তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসাদুজ্জামান আসাদকে মামলাগুলোতে গ্রেফতার দেখানোর আদেশ দেন।
রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শকের (জিআরও) কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।
জিআরও কার্যালয় জানায়, ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে এই তিনটি মামলার সবই দায়ের হয়েছিল মোহনপুর থানায়। এর মধ্যে একটি ২৫ আগস্ট ও দুটি ২১ আগস্ট দায়ের হয়। এসব মামলায় গ্রেফতার দেখাতে আসাদুজ্জামান আসাদকে রাজশাহীর মোহনপুর থানার আমলি আদালতে তোলা হয়েছিল।
আদালতে এ দিন আসাদুজ্জামান আসাদের আইনজীবীরা তার জামিনের আবেদন করেছিলেন। তবে শুনানি শেষে আদালতের বিচারক মো. হাদিউজ্জামান জামিন নামঞ্জুর করেন।
আসাদের আইনজীবী শামীম আখতার হৃদয় বলেন, আমাদের জামিনের আবেদন নামঞ্জুর হয়েছে। আসামিকে আবার কারাগারে পাঠানো হয়েছে। এ পর্যন্ত মোট সাতটি মামলায় আসাদুজ্জামান আসাদকে গ্রেফতার দেখানো হলো।
আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৬ অক্টোবর ঢাকায় গ্রেফতার হন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। গত ৫ ডিসেম্বর তাকে আদালতে তোলা হলে আওয়ামী লীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন। পরে ১২ ডিসেম্বর তাকে আদালতে আনা হলে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা তাকে লক্ষ্য করে ডিম, ইটপাটকেল ও বালু নিক্ষেপ করেন।
এজন্য বৃহস্পতিবার তাকে আদালতে তোলার সময় সতর্ক অবস্থায় ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ দিন কোনো স্লোগান দেওয়া কিংবা ডিম নিক্ষেপের মতো ঘটনা ঘটেনি।