২১ ডিসেম্বর ২০২৪, শনিবার, ১০:৪১:১০ অপরাহ্ন


পত্নীতলায় ন্যায্য মূলে মাংস বিক্রির উদ্বোধন
আব্দুল মতিন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৩-১২-২০২৪
পত্নীতলায় ন্যায্য মূলে মাংস বিক্রির উদ্বোধন পত্নীতলায় ন্যায্য মূলে মাংস বিক্রির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিমুজ্জামান মিলন।


পত্নীতলায় প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সৌজন্যে শুক্রবার নজিপুর নতুন হাট এলাকায় ন্যায্য মূলে মাংস বিক্রির উদ্বোধন  করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিমুজ্জামান মিলন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশীষ কুমার দেবনাথ, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়ক আমিনুল হক, নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, ক্রেতা-বিক্রেতা, সুধীজন প্রমূখ।

এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিমুজ্জামান মিলন বলেন- এ বাজার থেকে ক্রেতারা ন্যায্য মূলে মাংস যে যতটুকু নিতে চায় তাই নিতে পারবেন। পর্যায়ক্রমে এ বাজারে মানসম্মত মাংস সহ অন্যান্য সব কিছুই ক্রেতারা ন্যায্য মূলে কিনতে পারবেন বলে আশা ব্যক্ত করেন।