জামালপুরের মেলান্দহে ধানক্ষেত থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় অজ্ঞাত এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নয়ানগর তেতুলতলা মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সোমবার সকালে কৃষকরা নয়ানগর তেতুলতলা মোড় রেললাইনের পাশে বানীবন্দে ধান কাটতে যান। এসময় গলায় রশি পেঁচানো অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় কৃষক খাইরুল ইসলাম বলেন, সকালে ক্ষেতে ধান কাটতে গিয়ে মরদেহটি দেখতে পাই। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যাকাণ্ড হতে পারে কারণ মরদেহের গলায় রশি পেঁচানো ছিল। মরদেহটি মর্গে পাঠানো হয়েছে এবং পরিচয় শনাক্তে কাজ চলছে।