২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, ১২:২৫:২৮ পূর্বাহ্ন


ভারতে যাওয়ার সময় ইসকনের ৭০ জন সদস্যকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন পুলিশ
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ০১-১২-২০২৪
ভারতে যাওয়ার সময় ইসকনের ৭০ জন সদস্যকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন পুলিশ ভারতে যাওয়ার সময় ইসকনের ৭০ জন সদস্যকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন পুলিশ


বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় দু’ দফায় ইসকনের ৭০ জন সদস্যকে ফেরত দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।

সরকারের অনুমতি না পাওয়ায় আন্তর্জাতিক কৃষ্ণভক্ত ইসকনের-সদস্যদের যেতে দেওয়া হয়নি বলে ইমিগ্রেশন পুলিশ জানায়, ভিসা থাকলেও সরকার দেশের ম্বার্থে যে কোন পাসপোর্ট যাত্রীকে ভারতে যাওয়ার অনুমতি নাও দিতে পারেন বলে পুলিশ জানায়। ইমিগ্রেশনের আইনেই তাদের ফিরে যেতে হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) রাতে ৫৪ জন এবং আজ রোববার (১ ডিসেম্বর) সকালে ১৬ জন ইসকন সদস্য দেশের বিভিন্ন জেলা থেকে এসে জোড় হয় বেনাপোল ইমিগ্রেশনে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষনিক এসবির ঢাকা অফিসে যোগাযোগ করেন। সেখানকার নির্দেশনায় তাদেরকে বারতে যেতে দেওয়া হয়নি।

তবে গতকাল শনিবার দিনভর এবং আজ সকাল ১০টা পর্যন্ত অপেক্ষার পর ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে তাদেরকে ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

ইসকন সদস্য সৌরভ তপন্দার চেলী বলেন, ভারতে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে ভারতে যাওয়ার জন্য এসেছিলাম। ভারতে যাওয়ার অনুমতি না থাকায় তাদেরকে ফিরে যেতে হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহসানুল কাদের ভূঞা বলেন, ইসকন সদস্যদের ভারতে যাওয়াটা সন্দেহ জনক মনে হওয়ায় বিসয়টি তারা এসবি ঢাকা হেড কোয়ার্টারে যোগাযোগ করেন। পরে সেখানকার নির্দেশনায় ইমিগ্রেশন আইনে দু দফায় ৭০ জন বাংলাদেশিকে ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।