নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দুর্গম এলাকা চরএলাহী ইউনিয়নের চরবালুয়ায় মো. নুরনবী (৩৬) নামের এক আওয়ামী লীগ কর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় দুর্বৃত্তরা নুরনবীর দুই হাত ভেঙে দেয় এবং পায়ের রগ কেটে দেয়।
শনিবার রাতে চরএলাহী ইউনিয়নের ৬নং ওয়ার্ড চরবালুয়া বারআউলিয়া বাজারের পাশে তার ওপর এ হামলার ঘটনা ঘটে। নুরনবী ওই এলাকার মো. দুলাল মেম্বারের ছেলে।
জানা যায়, শনিবার রাতে আওয়ামী লীগ কর্মী নুরনবী চরবালুয়া বারআউলিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে ওতপেতে থাকা দুর্বৃত্তরা ছুরি ও লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা করে। এ সময় হামলাকারীরা নুরনবীর দুই হাত ভেঙে এবং পায়ের রগ কেটে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করেন। এ ঘটনার পর ওই এলাকায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, হামলার বিষয়টি আমি শুনেছি। তবে এ বিষয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।